ঘাটাইল প্রেসক্লাবের  সাংবাদিকদের সাথে ওসির মত  বিনিময় 

Spread the love
ঘাটাইল প্রতিনিধিঃ ঘাটাইল থানায় নতুন যোগদানকারী অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলামের  সঙ্গে ঘাটাইল প্রেসক্লাবের   সাংবাদিকদের  এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় থানা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় কালে রকিবুল ইসলাম বিগত সরকারের পতনের পর ক্রান্তিকালে পুলিশ বাহিনীর বিভিন্ন কার্যক্রম ও সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন। তিনি বলেন ঘাটাইল অনেক বড় উপজেলা। এই উপজেলায় জনসংখ্যার তুলনায় একশত পুলিশ সদস্য প্রয়োজন।ফলে আমরা জনগণের সেবা দিতে হিমশিম খাচ্ছি।  ঘাটাইল প্রেস ক্লাবের  সাধারণ সম্পাদক এবং দৈনিক যুগধারা প্রতিনিধি নজরুল ইসলাম চান নবাগত অফিসারকে স্বাগতম জানিয়ে বলেন তাদের কার্যক্রমে সাংবাদিকরা সার্বিক  সহযোগিতা করে যাবে। ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান ফজলুর রহমান ঘাটাইলের আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন সমস্যা সমূহ তুলে ধরেন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম মামুন সহ-সভাপতি হেলাল তালুকদার। এ সময় প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ এবং কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।