সাপ্তাহিক মৌবাজার পত্রিকার ৩২ বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত

Spread the love

স্ট্যাফ রিপোর্টার ঃ গতকাল ১৬ নভেম্বর সাপ্তাহিক মৌবাজার পত্রিকার ৩১ বছর পূর্তি ও ৩২ বছরে পদার্পণ উপলক্ষে সকাল ১০ ঘটিকায় টাঙ্গাইল প্রেসক্লাব থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাঙ্গাইল প্রেসক্লাবে এসে শেষ হয়। বর্ণাঢ্য র‌্যালি শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়াম সাপ্তাহিক মৌবাজার পত্রিকার সম্পাদক এম, এ ছাত্তার উকিলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাপ্তাহিক জাহাজ মারা পত্রিকার সম্পাদক গোলম কিবরিয়া (বড় মনি) জেলা তথ্য সহকারী অফিসার মোঃ ফখরুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক মৌবাজার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক তাইজুল ইসলাম টুটুল, সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ পলাশ,ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। সাপ্তাহিক মৌবাজার পত্রিকাটি তিন দশকেরও বেশি সময় ধরে বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে। পত্রিকাটির অবিচল ধারার সঙ্গে মিশে আছে টাঙ্গাইলের পাঠক সমাজ। ১৯৯১ সালের ১৬ নভেম্বর আজকের এই দিনে সাপ্তাহিক মৌবাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয়। সে সময় টাঙ্গাইলে পত্রিকা সংখ্যা ছিল কম জাতীয় পত্রিকা ঢাকা থেকে টাঙ্গাইল আসতে সময় লাগতো দুই দিন আর টাঙ্গাইলের রাস্তাঘাটের অবস্থাও ছিল খারাপ। সাংবাদিকদের বাইসাইকেল তানা হলে পায়ে হেঁটে সংবাদ সংগ্রহ করতে হতো, এর পরেও সংবাদপত্রে কাজ করার সুযোগ পাওয়া ছিলো খুব কঠিন। সেই প্রতিকুল পরিবেশে সাপ্তাহিক মৌবাজার পত্রিকা টাঙ্গাইলে তরুণ মেধাবীদের সাংবাদিকতার সুযোগ করে দেয়। সে সময় যারা সাপ্তাহিক মৌবাজার পত্রিকায় সাংবাদিকতা করেছেন তারা অনেকেই আজ বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিষ্ঠাতা সাংবাদিক।