ভূঞাপুরে দেশসেরা ফুটবল খেলোয়াড়দের সংবর্ধনা!

Spread the love

ভূঞাপুর প্রতিনিধি ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে স্কুল পর্যায়ে ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এ জাতীয় পর্যায়ে ফুটবলে চ্যাম্পিয়ান হওয়ায় খেলোয়াড়দের কে ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকালে ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহীউদ্দীন, সাংবাদিক মিজানুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল বাছেদ, কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ রঞ্জু শেখ প্রমুখ। পরে সংবর্ধনা অনুষ্ঠান শেষে সকল খেলোয়াড়দের মাঝে টাউজার-জার্সি বিতরণ ও অতিথিদের কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।