সরিষাবাড়ী (জামালপুর) : রাজধানীর ঢাকা কলেজের আঞ্চলিক সংগঠন জামালপুর জেলা ছাত্র সংসদ (ব্রহ্মপুত্র) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক রুনা লায়লা, গণিত বিভাগের সহকারী অধ্যাপক দিবা সাহা ও সাগর আলী মন্ডলকে উপদেষ্টা করে মোট ৮২ জনের নাম উল্লেখ করে কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি হয়েছেন ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সন্তান শাকিল আহমেদ, ও জামালপুর সদর উপজেলার সন্তান অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রোমান ইসলাম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ইসলামিক স্টাডিস এর শিক্ষার্থী মাহফুজ রহমান নির্বাচিত হয়েছেন। ঢাকা কলেজ জামালপুর জেলা ছাত্র সংসদের উপদেষ্টা সোয়াইব আহাম্মেদ সজিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূর্ণাঙ্গ গঠিত ঢাকা কলেজ জামালপুর জেলা ছাত্র সংসদ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ১ জন, সহ-সভাপতি হিসেবে বিভিন্ন ডিপার্টমেন্টের ১৭ জন শিক্ষার্থী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ১ জন ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ১৮ জন ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে ১০ জন শিক্ষার্থীসহ মোট ৮২ জনের নাম উল্লেখ করে আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।
এ বিষয়ে নব-নির্বাচিত সভাপতি শাকিল আহমেদ বলেন, জামালপুর জেলা থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী ঢাকা কলেজে ভর্তি হতে আসে। ভর্তি পরীক্ষা থেকে শুরু করে যে কোন ক্ষেত্রে আমাদের এলাকার কোন শিক্ষার্থী ভাই-বোনের যাতে কোন সমস্যায় বা বিড়ম্বনায় না পড়তে হয় সেই লক্ষে আমাদের সংগঠন কাজ করবে। আমি আমার দায়িত্ব থেকে এই ছাত্র সংসদকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করে যাবো।