মুক্তার হাসান ঃ টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মওলানা আব্দুল হামদি খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন। এরপর টাঙ্গাইল প্রেসক্লাব ও তাঁর পরিবারের পক্ষ থেকে কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পরে বেলা বাড়ার সাথে সাথে আওয়ামীলীগ, বিএনপি, কৃষক শ্রমিক জনতালীগ, গণঅধিকার পরিষদ’সহ সকল সংগঠনের নেতাকর্মীরা ভাসানীর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। স্বাধীন বাংলাদেশের একজন স্বপ্নদ্রষ্টা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) নামে একটি বামপন্থী রাজনৈতিক দলও গঠন করেছিলেন। সাধারণ মানুষের এই নেতা ১৯৭৬ সালের ১৭ নভেম্বর তৎকালীন ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৬ বছর বয়সে মারা যান। তাকে টাঙ্গাইলের সন্তোষে সমাধিস্থ করা হয়।