আগামীতে যদি ২০১৮ সালের মতো নির্বাচন হয় আম ও ছালা দুটোই যাবে : সাখাওয়াত হোসেন

Spread the love

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, আগামীতে যদি ২০১৮ সালের মতো নির্বাচন হয় তাহলে আম ও ছালা দুটোই যাবে।

বুধবার (১১ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নৌ ও শ্রম উপদেষ্টা বলেন, আমি আশা করি আগামীতে যে নির্বাচন হবে তারা এটা থেকে শিক্ষা নেবেন। আর একই রকম নির্বাচন হলে আম ও ছালা দুটোই যাবে। গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হবে।

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা কিভাবে নষ্ট করতে হয়, তা নিয়ে পিএইচডি করার জন্য বাংলাদেশের বাইরে যেতে হবে না। বিগত ৩টি নির্বাচন স্টাডি করলেই হবে। ভোট যেন হাইজ্যাক হয়ে না যায়, তা নিশ্চিত করতে ভোটারদের সচেতন থাকার আহ্বান জানান এ উপদেষ্টা।

এদিকে নির্বাচন ব্যবস্থা ঢেলে সাজাতে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন সংস্কার কমিটিতে প্রধানের দায়িত্ব পাওয়া ড. বদিউল আলম মজুমদার মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই পারে সেই সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে। আগামী সপ্তাহে হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে পঞ্চদশ সংশোধনী বাতিলের ব্যাপারেও আশাবাদী এই সংস্কার কমিশনের প্রধান।