আজ জানা যাবে মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি ভাগ্য

Spread the love

অনলাইন ডেস্ক : ২০২১ সালে দুবাইতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আসরে বাংলাদেশ ভরাডুবির শিকার হলেও অধিনায়ক হিসেবে রিয়াদের কোনো নড়চড় হয়নি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ফর্মহীন মাহমুদউল্লাহর নেতৃত্বে খেলতে যাবে এমনই অবস্থা ছিল। সেখান থেকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে জায়গা হারানো। এশিয়া কাপের আগে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া। আজ (১৪ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও ছিটকে যাওয়া অবস্থানে রয়েছেন মাহমুদউল্লাহ।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে এই ক্রিকেটার সুযোগ না পেলে এই ফরম্যাটের দল থেকে একপ্রকার ছিটকেই যাবেন মাহমুদউল্লাহ। সেক্ষেত্রে অবসর নেওয়া হবে এই ক্রিকেটারের জন্য সবচেয়ে ভালো পন্থা। টি-টোয়েন্টি দলের সাবেক এই অধিনায়ক যদি অবসর নিতে চান তবে যেন মাঠ থেকে নেন, এমনটাই চাইছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিশ্বকাপের দল ঘোষণার আগে এক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেন, যদি ওকে রিটায়ার্ড করতে হয় এবং আমরা যদি ওকে জায়গা দিতে না পারি, তাহলে তাকে এই সুযোগ (মাঠ থেকে রিটায়ার্ড) মিনিমাম সম্মান তো দেওয়া উচিত। বহু ম্যাচ জিতিয়েছে আমাদের। ইভেন মুশফিকও। মুশফিক অবসর নিয়েছে, আমাদের তো খারাপ লাগে।

বিসিবি সভাপতির এমন বক্তব্যের পর বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহর থাকা না থাকা নিয়ে সংশয় অনেকটাই কমে যায়।