যুগধারা ডেস্ক :
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আবারও বাড়ছে। এই বর্ধিত দাম ১ মার্চ (বুধবার) থেকেই কার্যকর হবে। যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, এবার দাম বাড়বে ৫ শতাংশ। প্রায় প্রতি মাসেই দাম ‘সমন্বয়’ করা হবে। এভাবে মাসে মাসে ৩০ শতাংশ পর্যন্ত গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্টরা জানান, বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে একটা নিয়ম অনুসরণ করা হয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানি করে দাম বাড়ায়। কিন্তু গতবারের মতো এবারও বিইআরসি’কে পাশ কাটিয়েই দাম বাড়ানো হচ্ছে।
দাম বাড়ানোর অনুষ্ঠানিক ঘোষণা এলে তা হবে গত ১৪ বছরে ১২তম বারের মতো গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধি। এবার দাম বাড়ানো হলে মার্চ মাসের বর্ধিত বিল এপ্রিল থেকে দিতে হবে গ্রাহকদের।
সর্বশেষ, ৩১ জানুয়ারি খুচরা ও পাইকারি দুই শ্রেণির গ্রাহকেরই বিদ্যুতের দাম ঘোষণা করে মন্ত্রণালয়। ওইদিনের প্রজ্ঞাপন অনুযায়ী গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয় ৫ শতাংশ।
এতে গৃহস্থালির খুচরা বিদ্যুতের ক্ষেত্রে ৫০ ইউনিট পর্যন্ত ৩ টাকা ৯৪ পয়সা থেকে ৪ টাকা ১৪ পয়সা করা হয়। সাধারণ গ্রাহকের ক্ষেত্রে ৪ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৬২ পয়সা করা হয়। ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ৬ টাকা ১ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৩১ পয়সা, ২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত ৬ টাকা ৩০ পয়সা থেকে ৬ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়।
এ ছাড়াও ৩০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ৬ টাকা ৬৬ পয়সা থেকে ৬ টাকা ৯৯ পয়সা, ৪০১ থেকে ৬০০ পর্যন্ত ইউনিট ১০ টাকা ৪৫ পয়সা থেকে ১০ টাকা ৯৬ পয়সা এবং ষষ্ঠ ধাপে ৬০০ ইউনিটের ঊর্ধ্বে ১২ টাকা ৩ পয়সা থেকে ১২ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়।
যুগধারা ডট টিভি/অন্তু দাস হৃদয়