যুগধারা ডেস্ক :
আরটিভির স্টাফ রিপোর্টার অধরা ইয়াসমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। অধরা রাজধানীর রাজারবাগ পীর সিন্ডিকেটের নানা দুর্নীতির সংবাদ প্রকাশ করেছিলেন।
জানা যায়, চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে চলতি বছরের ১৩ মে মামলাটি করেন পীর সিন্ডিকেটের অন্যতম সদস্য শাকেরুল কবির।
সোমবার (১০ জুলাই)মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম আরটিভিতে চিঠি দেওয়ার পরই বিষয়টি জানা যায়।
আরটিভির ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত একটি সংবাদ থেকে জানা যায়, রাজধানীর রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমান ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে মামলাবাজি, সারাদেশে অসংখ্য মানুষকে হয়রানি, জমি দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ নিয়ে প্রতিবেদন করেন অধরা ইয়াসমিন। এরপরই অধরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪, ২৫ ও ২৯ ধারায় মামলাটি করা হয়।
মামলার বাদী রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমানের সিন্ডিকেটের অন্যতম প্রধান সহযোগী শাকেরুল কবির।
এর আগে, এই পীর সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় অন্তত ডজনখানেক সাংবাদিককে হয়রানির অভিযোগ আছে।
রিপোর্টার অধরা ইয়াসমিন দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, দুই মাস আগে রাজারবাগ পীর সিন্ডিকেটের অপকর্ম নিয়ে অপরাধবিষয়ক প্রতিবেদন করেছিলাম। এরপর সেই নিউজ নিয়ে সেসময় খুব তোলপাড় শুরু হয়। রাজারবাগ দরবার শরীফের পক্ষ থেকেও নিউজ সরানোর জন্যে বলা হয়। এরপর রাজধানীর তেজগাঁও থানা থেকে আমাকে জানানো হয় আমার নামে একটা চিঠি আছে।
সেই চিঠি হাতে পেয়ে, বুঝতে পারলাম সব। মামলার কাগজ তোলার পর জানতে পারলাম, রাজারবাগ দরবার শরীফের মুরিদ, মামলাবাজ সিন্ডিকেটের মূলহোতা সাকেরুল কবির মামলাটি করেছে। তারা সেই নিউজের অতীত স্কিনশট নিয়ে মামলাটি করেছে।
এ বিষয়ে জানার জন্য আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি দেশের বাইরে অবস্থান করায় যোগাযোগ সম্ভব হয়নি।
এ দিকে, অধরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। তারা মিথ্যা, ষড়যন্ত্রমূলক এই মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে।