আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

Spread the love

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২১ ডিসেম্বর ঘাটাইল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গনে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই ফাইনাল খেলায় মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নবজাগরন ক্লাব একাদশকে টাইব্রেকার ০৪-০১গোলে পরাজিত করে বীর ঘাটাইল একাদশ চ্যাম্পিয়ন হয়।

ঘাটাইল পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন সরকার শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেলালুর রহমান খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ হারুন অর রশিদ, সরকারি জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মনজুর কাদের বকুল, সাবেক জিএস সাইফুল ইসলাম লাল। 

সার্বিক সহযোগীতায় উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফ সিদ্দিকী, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকি, পৌর যুবদলের সাবেক সভাপতি ও ৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন,  উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাৎ হোসেন শুভ, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মুরাদ হাসান রুবেল প্রমুখ।