এবার সরকারের কাজ হবে স্মার্ট বাংলাদেশ গড়া আর বেকারদের জন্য কর্মসংস্থানেরর ব্যবস্থা করা-কৃষিমন্ত্রী

Spread the love

নাজিবুল বাশার:
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, এবার সরকারের কাজ হবে স্মার্ট বাংলাদেশ গড়া আর বেকারদের জন্য কর্মসংস্থানেরর ব্যবস্থা করা। তিনি বলেন, রাস্তা দেখা যায়। পদ্মা সেতু দেখা যায়। যমুনায় রেল দেখা যায়। উন্নয়ন এখন দৃশ্যমান দেখা যায়। যুবকদের জন্য দরকার এখন কর্মসংস্থান। এই যুবকদের যদি চাকরি দিতে পারি তাহলেই আমরা সফল হবো। এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে আহবান জানান।
তিনি ৩০ ডিসেম্বর শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুরে পাহাড়িয়া এলাকার অরণখোলা ইউনিয়নের আমলিতলা ফুটবল মাঠে তার নৌকা প্রতীকের নির্বাচনী সভায় এসব কথা বলেন।
সভায় পাহাড়িয়া এলাকার গারো কোচসহ নারী পুরুষ ও দলীয় নেতা কর্মীরা মিছিল নিয়ে সভায় যোগ দেন। নির্বাচনী সভায় নারীদের উপস্থিতি ছিল দেখার মতো। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী সহসভাপতি ইয়াকুব আলী, আব্দুল গফুর মন্টু, পৌর মেয়র ছিদ্দিক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, হেলাল উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাজাহান আলী সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান ইমাম মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা। পরে কৃষিমন্ত্রী জলছত্র আনারস বাজারে বিশাল নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। টানা চার বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কৃষি মন্ত্রী ড আব্দুর রাজ্জাক এমপি। এ আসনটি আওয়ামী লীগের দূর্গ হিসেবে খ্যাত। তিনি এবার পঞ্চম বারের মতো আওয়ামীলীগের দলীয় টিকেট পেয়েছেন। এর আগে ড. আব্দুর রাজ্জাক এমপি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের পর তিনি কৃষি মন্ত্রনালয়ের দ্বায়িত্ব পেয়ে সফলতার সাথে কৃষি মন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. আব্দুর রাজ্জাক এমপি পঞ্চম বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি তার নির্বাচনী এলাকায় জনসংযোগ ব্যস্ত সময় পার করছেন। ৩০ ডিসেম্বর শনিবার সকাল থেকে মধুপুরের কাকরাইদ, জলছত্র, পঁচিশ মাইল, গাছাবাড়ি, আমলিতলাসহ বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন ও জনসংযোগ করেন।