কালিহাতীতে আবদুল লতিফ সিদ্দিকী’র জনসভা অনুষ্ঠিত

Spread the love

মোঃ মমিন হোসেন :
আসন্ন ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে টাঙ্গাইল-০৪ কালিহাতী আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী’র ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিকালে উপজেলার এলেঙ্গা পৌরসভার ফটিকজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এলেঙ্গা পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ খানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী। আরো উপস্থিত ছিলেন বাংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ সরকার, গোহালিয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হযরত আলী তালুকদার, কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি লুৎফর রহমান সিদ্দিকী, কালিহাতী’র বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, আওয়ামীলীগ সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং হাজারো মহিলা ও পুরুষ নেতাকর্মী। জনসভা সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা কৃষক লীগের সহ-সভাপতি জমীর উদ্দিন আমিরী।