কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত একটি পিক-আপ ও সিএনজি সংঘর্ষে সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন সিএনজির চালক।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ইছাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই সিএনজির যাত্রী জেলার সখিপুর উপজেলার হারিঙ্গাচালা গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে আনোয়ার হোসেন (৫২) এবং আহত ব্যক্তি হলেন, উপজেলার এলেঙ্গার মহাদেবের ছেলে রঞ্জিত (৪২)।
এলেঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই সারোয়ার জানান, এলেঙ্গার দিক থেকে ছেড়ে আসা কালিহাতীগামী একটি সিএনজি টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের ইছাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি অজ্ঞাত পিক-আপ এর সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হন। আহত হন সিএনজির চালক। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।