টাঙ্গাইল প্রতিনিধি:
কালিহাতীতে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন টাঙ্গাইল পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু। তিনি বলেছেন, পূজা উদযাপনে কোনো শঙ্কা নেই।
১২ অক্টোবর দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দৌলতপুর রায়বাড়ী দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও সংক্ষিপ্ত আলোচনা করেন টাঙ্গাইল পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।
টাঙ্গাইলের প্রত্যেকটি উপজেলায় পূজার আনুষ্ঠানিকতাকে তিনভাগে ভাগ করে তিন স্তরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের নির্দেশ দেয়া হয়েছে। সারা টাঙ্গাইলের এখন পর্যন্ত উপজেলা ভিত্তিক মণ্ডপ গুলোতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। মণ্ডপগুলোর শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
পুলিশ সুপার জানান, দশমীর শেষ আনুষ্ঠানিকতা পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হবে। পূজার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য প্রত্যেক মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদককে মতবিনিময় সভায় নির্দেশ দেয়া হয়েছে সার্বক্ষণিক বিদ্যুৎতের ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন ও অন্যান্য জরুরি সেবার ব্যবস্থা সহজ করার।
কালিহাতী উপজেলার পূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন সাইফুল ইসলাম সানতু। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ বিভাগ শরফুদ্দিন (পদোন্নতি প্রাপ্ত) , জেলার অন্যান্য পুলিশের উর্ধতন অফিসার, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁঞা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।