কালিহাতীতে বিএনপির বিভক্তি পৃথকভাবে বিজয় দিবস পালিত

Spread the love

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির বিভক্তি পৃথকভাবে মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন ও ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো কালিহাতী বিএনপি’র ব্যানারে পৃথকভাবে শ্রদ্ধা জানিয়েছেন। এ নিয়ে দলের ভেতরে-বাইরে আলোচনা হচ্ছে।

দলীয় নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, সকাল ৯ টার দিকে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকা থেকে বিজয় শোভাযাত্রা করে ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো নেতৃত্বাধীন বিএনপির নেতা-কর্মীরা কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। এ সময় তাঁর সঙ্গে উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সহ-সভাপতি মজনু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজাসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অপর দিকে, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন নেতৃত্বাধীন ড্যাবের নেতা অধ্যাপক ডঃ শাহ্ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, কালিহাতী পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আকবর জব্বার, জেলা জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আউয়াল ও কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি এসএম খালিদ প্রমুখ উপস্থিত ছিলেন।