সাদিয়াত হোসেন:
টাংগাইলের কালিহাতীতে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক জায়গা স্মরণীয় করে রাখার জন্য মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ও স্মৃতি ফলকের জায়গা পরিদর্শন করা হয়েছে।
শনিবার ( ৩০ মার্চ) দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর গ্রামের তিন রাস্তার মোড়ে জায়গা পরিদর্শনে আসেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজ্জামেল হক
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল লতিফ সিদ্দিকী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলার আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মোল্লা,সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মো. শরিফুল হক, কালিহাতী থানার অফিসার ইনচার্জ ওসি কামরুল ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান মজনু,বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতা,দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মালেক ভুঁইয়া, সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান খান ফরিদ, পাইকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আজাদ হোসেন, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ তালুকদার, সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, কোকডহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নুরুল ইসলাম সহ প্রমুখ।
জানা যায়, ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ভারতীয় ৩৬ সেনা সদস্য এই জায়গাটিতে অবতরণের করেন। তখন তাদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধারা। পরে ১১ ডিসেম্বর হানাদার মুক্ত হওয়ার পর ভারতীয় ৩৬ সেনা ও কাদেরীর বাহিনীর মুক্তিযোদ্ধারা একসাথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
গত ২০২১ সালে ভারতীয় অরসর-প্রাপ্ত ৩০ সেনা সদস্য ও কর্মরত ৬ সেনা সদস্য সেই স্মৃতি বিজড়িত জায়গাটি দেখতে আসেন। পরে সরকারি ভাবে সেই জায়গাটি স্মরণীয় করে রাখার উদ্যোগ নেয় সরকার। গত ২০ মার্চ মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর মাঠ যাচাইয়ের কাজ শুরু করেন উপজেলা প্রশাসন। পরে ২৬ মার্চ স্থানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন আব্দুল লতিফ সিদ্দিকী এমপি জায়গাটি সরেজমিনে পরিদর্শন করেন। এর মধ্যে মধ্যে প্রাথমিক যাচাই বাছাই এর কাজ শেষ করেছে প্রশাসন।