কুমার বিশ্বজিতের ছেলের শারীরিক অবস্থা অপরিবর্তিত

Spread the love

যুগধারা ডেস্ক :

নন্দিত সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড় কুমার গত ১৩ ফেব্রুয়ারি কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সেসময় তার সঙ্গে ছিলেন তিন বন্ধু। ঘটনাস্থলেই দুজন আর হাসপাতাল নেওয়ার পর মারা যান এক বন্ধু। এ যাত্রায় বেঁচে গেলেও ভালো নেই নিবিড়, এখনো আছেন আইসিইউতে।

খোঁজ নিয়ে জানা গেছে, নিবিড়ের শারীরিক অবস্থা অপরিবর্তিত। এখনো ভর্তি আছেন টরেন্টোর হাসপাতালে। মাঝে শরীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এরপর থেকে আগের অবস্থানেই আছেন।

এ দিকে, নিবিড় কুমারের সড়ক দুর্ঘটনার খবরটি শোনার পরপরই কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তারা।

যুগধারা ডট টিভি/অন্তু দাস হৃদয়