গণতন্ত্র মঞ্চে ভাঙনের সুর, বেরিয়ে গেল গণ অধিকার পরিষদ

Spread the love

যুগধারা ডেস্ক :

নতুন রাজনৈতিক সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চে ভাঙন দেখা দিয়েছে। প্রতিষ্ঠার এক বছর না গড়াতেই এই জোট থেকে বেরিয়ে গেছে ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ। 

শনিবার (৬ মে) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ। 

তিনি বলেন, আজ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হলো – নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করা। সে লক্ষ্যে শুধু গণতন্ত্র মঞ্চের সঙ্গে জোটবদ্ধ কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে গণ অধিকার পরিষদের নিজস্ব উদ্যোগে চলমান যুগপৎ আন্দোলনে থাকা সকল দলের সঙ্গে রাজপথে সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। 

তিনি আরো বলেন, তাছাড়া গণতন্ত্র মঞ্চের নেতাদের বিরূপ আচরণে গণ পরিষদের নেতাকর্মীরা অনেকটা হতাশ ছিলেন।

প্রসঙ্গত, গত বছর ৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ ঘটে। এই জোটে ছিল – জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।

এ দিকে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর জানান, আমরা আসলে বৃহৎ স্বার্থে কাজ করতে চাই – ডান, বাম নির্বিশেষে। মূলত এই কারণেই বেরিয়ে আসা। এ ছাড়া বেশ কিছুদিন থেকেই নানা বিষয়ে মতবিরোধ ছিল। তবে সরকারবিরোধী আন্দোলনের বৃহৎ স্বার্থেই মূলত আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

যুগধারা ডট টিভি/অন্তু