গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার সকালে বর্ণাঢ্য যুব র্যালী, আলোচনা সভা, প্রশিক্ষনের উদ্বোধন, সনদপত্র ও চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় যোগদান করেন।
যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোর্শেদ, ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, ছাত্রদল সভাপতি রোমান আহমেদ প্রমূখ।