গোপালপুর প্রতিনিধি ঃ টাঙ্গাইলের গোপালপুরে ৬টি ককটেল উদ্ধার ও নাশকতার অভিযোগে বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। এরা হলেন- মোহাম্মদ রহমান, তোফাজ্জল হোসেন, ইসমাইল হোসেন, আব্দুল লতিফ ঠান্ডু এবং মোহাম্মদ লতিফ।
তারা ধোপাকান্দি ও ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির সদস্য ও ওয়ার্ড কমিটির নেতা। থানার ওসি মোশারফ হোসেন জানান, এরা সবাই নাশকতার উদ্দেশ্যে পৌরশহরের আভূঙ্গি এলাকায় সমবেত হলে পুলিশ ঘটনাস্থল থেকে ৬টি তাজা ও ১টি বিষ্ফোরক ককটেলসহ তাদের গ্রেফতার করে। পরে বিএনপির ২০ নেতাকর্মীসহ শতাধিক অজ্ঞাতনামাকে আসামী করে নাশকতা ও দাঙ্গা-মারামারি মামলা করা হয়েছে। অবশিষ্ট আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। অপরদিকে উপজেলা বিএনপি এক বিবৃতিতে জানান, এটা গায়েবী মামলা। আভূঙ্গী এলাকায় বিএনপি ঔ রাতে কোন গেদারিং করেনি। ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে বিএনপির কর্মীদের মধ্যে ত্রাশ সৃষ্টির জন্য বানোয়াট মামলা দিয়ে হয়রানি করছে পুলিশ।