গোপালপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

Spread the love

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (২নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউএনও (অ.দা.) নাজমুল হাসান, উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.গোলাম মোরশেদ, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার প্রমূখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন সমবায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।