ঘাটাইলে আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Spread the love

ঘাটাইল প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় আলোক ফাউন্ডেশন হাসপাতাল প্রাঙ্গণে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ঘাটাইল পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুর রশিদ মিয়া।
উদ্বোধন করেন আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: লোকমান হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম লেবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান মো: আব্দুর রহিম মিয়া,উপজেলা আওয়ামীলীগের সিনিয়ন সহ-সভাপতি শামছুল আলম মনি,ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানূর রহমান (হীরা) প্রমুখসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।