ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে বাসস্ট্যান্ডসহ পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থী ও আনসার সদস্যদের মাঝে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে খাবার ও পানি বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ আগস্ট) দুপুরে শিক্ষার্থীদের মাঝে ১০০ প্যাকেট খাবার ও পানি বিতরণ করেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঘাটাইল জোনাল অফিসের কর্মকর্তারা।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন,ঘাটাইল বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জোন ও সার্ভিস সেন্টারের ইনচার্জ মোঃ শিবলু মিয়া,ব্রাঞ্চ ম্যানাজার আবুল কালাম,কোষাধক্ষ্য মোঃ মোজাফফর আলী,ইউনিট ম্যানেজার ফয়েজ উদ্দিন মিয়া,ইউনিট ম্যানেজার নাজমা খাতুন,ফিল্ড অফিসার কামরুননাহার কেয়া প্রমুখ।