ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল জলিল (৩৫) এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় উপজেলার হরিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জলিল ঢাকার মীরপুরের আজবার আলীর ছেলে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, সকালে টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি অপর একটি টাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটাস্থলেই সিমেন্ট ভর্তি ট্রাকের চালক আব্দুল জলিল নিহত হন। এ ঘটনায় উভয় ট্রাকের আরো চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।