স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের ঘাটাইলের অনন্য শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালিতে ষষ্ঠ আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিত হয়। উইজডম ভ্যালি আবৃত্তি সংসদ স্কুল প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করে।
অনুষ্ঠানের উদ্ধোধন করেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি কাজী রেজাউল হক সিজার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন, সাবেক সেনাকর্মকর্তা মেজর (অবঃ) শরিফুল মুস্তফা মুনীর, ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকু।
আবৃত্তি সংসদের সম্বনয়ক কবি ও সাংবাদিক অরণ্য ইমতিয়াজের পরিচালনায় অনুষ্ঠানে মনোমুগ্ধকর আবৃত্তি পরিবেশন করে আবৃত্তি সংসদের সদস্য, স্কুলের সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলী। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, সাবেক শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, কবি, ছড়াকারসহ সাংস্কৃতিক মনা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।