ছায়ানীড়ের আয়োজনে মুক্ত পাঠাগার উদ্বোধন ও পুরস্কার বিতরণ

Spread the love
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ছায়ানীড় প্রকাশনীর  আয়োজনে মুক্ত পাঠাগার উদ্বোধন ও পুরস্কার বিতরণ ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদরের কাগমারী এলাকায় ছায়ানীড় পল্লীতে এই মুক্ত পাঠাগার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এডভোকেট গোলাম মোস্তফা মিঞা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন সরকারি সা’দত কলেজের অধ্যাপক ড. সুলায়মান কবীর।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিবেদিত শিক্ষক ও লেখক শেফালী দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছায়ানীড়ের প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমান।
ভাসানী স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আবদুর রহমান এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার কবি জাকিয়া পারভীন,
শিক্ষক, সংগঠক ও লেখক রোকেয়া বেগম রুকু, মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রি কলেজ আনুহলা’র দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাদি সালমান,সাহিত্যিক কবি নাহিদ হোসনা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়