ক্রীড়া ডেস্ক : আগামী ২২ নভেম্বর অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। সেই প্রস্তুতিটা নেহায়েত মন্দ হয়নি বাংলাদেশের। শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ১০০ রানে ৪ উইকেট হারালেও পরে বাংলাদেশ দলকে টেনে তুলেছেন দুই উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন। তাদের লড়াইয়ে বাংলাদেশের পুঁজি ২৫৩। যার জবাবে ব্যাট করতে নেমে ৫ রানে এক উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
ছয়ে নেমে জাকের আলী খেলেছেন ৪৮ রানের ইনিংস, সাতে নেমে মাহিদুল ইসলাম ৪১। পঞ্চম উইকেটে ৮১ রানের জুটি গড়া এ দুজন মাঠ ছেড়েছেন স্বেচ্ছায়। এ ছাড়া অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হকের ব্যাট থেকে এসেছে ৩১ রানের ইনিংস। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থেমেছে ২৫৩ রানে।
জবাবে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ ক্রেইগ ব্রাফেটকে হারিয়েছে শুরুতেই। দিনের শেষ বেলায় ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ ২ ওভার ব্যাট করে। হাসান মুরাদের করা প্রথম ওভারের চতুর্থ বলেই জাকেরের ক্যাচে পরিণত হন ব্রাফেট। স্বাগতিকদের রান ১ উইকেটে ৫।উল্লেখ্য, বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ দুই টেস্টের সিরিজ শুরু হবে ২২ নভেম্বর অ্যান্টিগা টেস্ট দিয়ে।