টাঙ্গাইল জেলা কারাগার পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক

Spread the love

স্টাফ রিপোর্টার ঃ টাঙ্গাইল জেলা কারাগার পরিদর্শন করেছেন নবাগত টাঙ্গাইলের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে কারাগারের বিভিন্ন বিদ্যামান চ্যালেঞ্জ ও অসুবিধাসমৃহ পর্যবেক্ষন করে সেটি সমাধানের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। অপরদিকে মহিলা কারাবন্ধীদের সাবলম্বী করে তোলার জন্য সেলাই মেশিন বিতরণ করেন এবং কারাবন্ধীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরিদর্শন শেষে ত্রৈমাসিক আলোচনা সভা করেন জেল সুপার কার্যালয়ে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আইরিন আক্তার, জেলা কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা সিভিল সার্জন মিনহাজ উদ্দীন মিয়া, কারাগারের মেডিক্যাল অফিসার আবিবুর রহমান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেদৌসি আক্তার রুনু প্রমুখ।