টাঙ্গাইল জেলা কারাগারে তথ্য অফিসের উদ্যোগে মুজিবনগর দিবসে আলোচনা সভা

Spread the love

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইল জেলা কারাগারে জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় দুপুরে টাঙ্গাইল জেলা কারাগার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের  আয়োজন করা হয়। টাঙ্গাইলের জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কারাগারের জেল সুপার মো. মোখলেছুর রহমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার মো: আব্দুল্লাহ ও ডেপুটি জেলার শাখাওয়াত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য অফিস টাঙ্গাইলের সহকারী তথ্য অফিসার মো: ফখরুল ইসলাম। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা’সহ অতিথিগণ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা’সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে “ মুজিবনগর বাংলাদেশের প্রথম রাজধানী ” শীর্ষক প্রামান্যচিত্রটি প্রদর্শন করা হয়।

যুগধারা ডট টিভি/অন্তু