স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলে বাংলাদেশ মহিলা সমিতি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে প্রতিবন্ধী, গরীব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ মে) সকালে টাঙ্গাইলের ক্লাব রোডে অবস্থিত বাংলাদেশ মহিলা সমিতি টাঙ্গাইল জেলা শাখার কার্যালয়ে জেলা প্রশাসনের সহায়তায় ১০০ জনের মাঝে বাংলাদেশ মহিলা সমিতি টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে এই ত্রান বিতরণ করা হয়।
ত্রান বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভানেত্রী ও টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সহ-ধর্মিনী প্রকৌশলী তাবাস্সুম বিনতে ইসলাম এবং বাংলাদেশ মহিলা সমিতি টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র সহ-সভানেত্রী ও টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ওলিউজ্জামান এর সহ-ধর্মিনী ডাঃ নিশাত তাসমিন।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ মহিলা সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদিকা সাইদা ইয়াসমিন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা সমিতি টাঙ্গাইল জেলা শাখার সহ সভানেত্রী নাসরিন জাহান ও মোনজেদা হক, যুগ্ন সম্পাদিকা সগুফতা জেবীন, কোষাধ্যক্ষ মনোয়ারা সুলতানা রুপাসহ কার্যকারী সদস্য, সাধারন সদস্য ও কর্মচারীবৃন্দ।
বাংলাদেশ মহিলা সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভানেত্রী ও টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার এর সহ-ধর্মিনী প্রকৌশলী তাবাস্সুম বিনতে ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধী, গরীব-দুঃখী ও অসহায় মানুষের কথা চিন্তা করে বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের কাছে এই ত্রান পাঠিয়েছেন, যেন সঠিক ভাবে আপনাদের কাছে পৌছাতে পারে।
জেলা প্রশাসকের সহযোগীতায় আমরা টাঙ্গাইল জেলা মহিলা সমিতি আপনাদের এই ত্রানগুলো দিচ্ছি। আপনারা আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, উনি দেশকে যে ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সকলের প্রতি উনার সুনজর বিশেষ করে মহিলাদের প্রতি উনার ভালবাসা, বাচ্চাদের শিক্ষা, বাল্য বিবাহ বন্ধ করা, নারীদের অধিকার রক্ষা করা। আমরা সবসময় চেষ্ঠা করবো, সরকার থেকে যেসব ত্রান আসবে সঠিক সময়ের মধ্যে আপনাদের কছে পৌছিয়ে দেওয়ার। দোয়া করবেন দেশের জন্যে, জেলা প্রশাসকের জন্যে এবং মহিলা সমিতির জন্য। আমরা যেন ধারাবাহিক ভাবে আপনাদের সহযোগীতা করতে পারি।
যুগধারা ডট টিভি/অন্তু