স্টাফ রিপোর্টার ঃ টাঙ্গাইল জেলা মহিলাদলের কমিটি স্থগিত করেছে জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রীয় সংসদ। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক টাঙ্গাইল জেলা মহিলাদলের সাংগঠনিক কার্যক্রম সাময়িক স্থগিত করা হলো। পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের সাথে আলোচনা সাপেক্ষে কাউন্সিলরের মাধ্যমে কমিটি ঘোষনা করা হবে। সংগঠনে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষে পরবর্তী ঘোষনা না আশা পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন মহিলাদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। তার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিটি তুলে ধরা হল।