টাঙ্গাইল সদর উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

Spread the love

সুলতান কবির :

টাঙ্গাইলে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২৭ মে সম্মেলনকে সফল করতে টাঙ্গাইল সদর উপজেলা যুবলীগের  কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল পৌরসভার হলরুমে মঙ্গলবার (২৩ মে ) বিকেলে এ সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ।

টাঙ্গাইল সদর যুবলীগের সভাপতি আবু সায়েম তালুকদার বিল্পবের  সভাপতিত্বে, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সাগর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল  জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক  ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দরা।

টাঙ্গাইল সদর উপজেলা  আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ বলেছেন, আগামীর টাঙ্গাইল জেলা যুবলীগ হবে স্মার্ট যুবলীগ ও মানবিক যুবলীগ।

তিনি আরও বলেন আন্দোলনের হুমকি দিয়ে বিএনপি লম্ফজম্ফ করছে। তারা  সরকার বিরোধী আন্দোলন শুরু করবে। নেত্রী হুকুম দিলে সামনের দিন বিএনপি মাঠে নামতে পারবে না। তাদের জ্বালাও পোড়াও নাশকতা প্রতিরোধে যুবলীগই যথেষ্ট। তারা কোন দিনই রাজপথে বের হতে পারবে না।

যুবলীগের বিশেষ বর্ধিত সভাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, আঞ্চলিক সড়ক এবং শহরের গুরত্বপূর্ণ সড়কগুলো ব্যানার, ফেসটুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে। বর্ধিত সভায় নেতাকর্মীতের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে।

যুগধারা ডট টিভি/অন্তু