টাঙ্গাইলে আইনজীবী ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

Spread the love

টাঙ্গাইল প্রতিনিধি : জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা ইউনিটের সাধারণ সভা গতকাল বুধবার (২৭ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

অ্যাডভোকেট বার সমিতির হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট এসএম ফাইজুর রহমান। সভা সঞ্চালনা করেন জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম জহির।


সভায় বার সমিতির আগামী সেশনের কার্যকরি পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি সমর্থিত আইনজীবী প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সভাপতি পদে লড়বেন অ্যাডভোকেট জহুর আজহার খান এবং সাধারণ সম্পাদক পদে লড়বেন অ্যাডভোকেট একেএম রফিকুল ইসলাম রতন।


সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকট আবু বারেক আব্দুল্লাহ ও অ্যাডভোকেট মঈদুল ইসলাম শিশির, অ্যাডভোকেট আলী ইমাম তপন, অ্যাডভোকট জহুর আজহার খান, অ্যাডভোকেট একেএম রফিকুল ইসলাম রতন, অ্যাডভোকেট আওলাদ হোসেন ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম শিবলী প্রমুখ।