স্টাফ রিপোর্টার ঃ সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য ” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা কার্যালয়ের আয়োজনে ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার, বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইল মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন, টাঙ্গাইল এর উপ পরিচালক মোহাম্মদ আলী সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস, এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি প্রমুখ।