টাঙ্গাইলে জাতীয় সংবিধান দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Spread the love

স্টাফ রিপোর্টার :

“বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা” প্রতিপাদ্যে জাতীয় সংবিধান দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ নভেম্বর শনিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।