টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Spread the love

স্টাফ রিপোর্টার ঃ টাঙ্গাইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  ১৩ নভেম্বর রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।  

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন , অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আইরিন আক্তার, সিভিল সার্জন ডাঃ মোঃ মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিসুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ,  টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির  সহ জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।