মুক্তার হাসান ঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের কালিবাড়ী রোডস্থ ফুলি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। প্রধান বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাছির। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা কৃষকদলের সদস্য সচিব শামীমুর রহমান খান শামিম, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ, সদস্য সচিব আব্দুল বাতেন প্রমুখ। এসময় জেলা উপজেলা বিএনপি ও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।