টাঙ্গাইলে তিনজন ভিক্ষুককে দোকান ও মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ বিতরণ

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের সদরের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদের প্রাঙ্গণে ভিক্ষুক পূনবার্সন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় তিনজন ভিক্ষুককে দোকান ও উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে অস্বচ্ছল ২০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।

এর আগে অফিসার্স ক্লাব একাডেমি ইনডোর প্লে-গ্রাউন্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ।