মোজাম্মেল হক :
টাঙ্গাইল জেলার অর্ন্তগত ক্রিকেট খেলোয়াড়দের উন্নয়নে টাঙ্গাইল জেলা সংস্থার আয়োজনে শুরু হতে যাচ্ছে ক্রিকেট ট্যালেন্ট হান্ট।
আগামী (২ জুন থেকে ৬ জুন) পাঁচ দিনব্যাপী ট্যালেন্ট হান্ট কার্যক্রম থাকবে ফাস্ট বোলার, স্পিনার, উইকেট কিপার ও ব্যাটসম্যান ট্যালেন্ট হান্ট। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সকাল ৬টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে৬টা পর্যন্ত ট্যালেন্ট হান্ট পরিচালনা করবেন জেলা ক্রিকেট কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট মোঃ আরাফাত রহমান।
এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু জেলা ক্রীড়া সংস্থা থেকে সকল স্কুল, মাদ্রাসা ও উপজেলা পর্যায়ে চিঠি পাঠিয়েছেন। আগ্রহী ক্রিকেটারদের ডিজিটাল জন্ম নিবন্ধন এর ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ যোগাযোগ করার জন্য আহবান করছেন।
জানা যায়, প্রতিভা বাছাই কার্যক্রম শেষ করে এক মাসের অধিক সময় নিয়ে জেলা স্টেডিয়ামে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে বাছাইকৃত ক্রিকেটাররা জেলার বয়সভিত্তিক দলে অংশগ্রহন করবে।
যুগধারা ডট টিভি/অন্তু