তামান্নার সঙ্গে প্রেম নিয়ে বিজয়ের রহস্যঘেরা বক্তব্য

Spread the love

যুগধারা ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বিভিন্ন সময়ে বিভিন্ন তারকার সঙ্গে তার নাম জড়িয়েছে। তবে নববর্ষের রাতে গোয়াতে একটি পার্টিতে খল অভিনেতা বিজয় ভার্মাকে চুম্বন করতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। তারপরও থেকেই তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তামান্না-বিজয় লিভ ইন-ও করছেন বলে শোনা গিয়েছিল। তবে প্রেমের সম্পর্ক নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন। কয়েক দিন আগে এ সম্পর্কের কথা স্বীকার করেন তামান্না। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজয়। তামান্না সম্পর্কের কথা খোলামেলা স্বীকার করলেও রহস্য তৈরি করেছেন বিজয়।
ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর জেনিস সিকুইরাকে দেওয়া সাক্ষাৎকারে বিজয় ভার্মা বলেন, ‘আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, তা সময় হলেই বলব। তবে এটুকু বলে রাখি, আমার জীবনে এখন অনেক ভালোবাসা এবং আমি অনেক খুশি।’

অ্যান্থোলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ টু’। চারটি গল্প নিয়ে গড়ে উঠেছে এর গল্প। এতে অভিনয় করেছেন প্রেমিক জুটি তামান্না-বিজয়। মূলত, এ সিনেমার শুটিং সেটে তাদের প্রেমের গল্পের সূচনা। ফিল্ম কোম্পানিয়ন ডটকমের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তামান্না।

কয়েক দিন আগে দেওয়া সাক্ষাৎকারে তামান্না ভাটিয়া বলেন— ‘বিজয় এমন একজন ব্যক্তি যার সঙ্গে খুব সহজে আমি একাত্ম হতে পেরেছি। যে নিজেকে সম্পূর্ণভাবে আমার কাছে সমর্পণ করেছে, আমিও তাই করেছি।’

বিজয় তামান্নার সুখের ঠিকানা। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আপনি যদি পার্টনার খুঁজতে যান, তাহলে আপনাকে শারীরিকভাবে চলাফেরা করতে হবে অথবা এমন কিছু করতে হবে যাতে সেই মানুষটি বুঝতে পারেন। কিন্তু আমি আমার জন্য একটা পৃথিবী তৈরি করেছি। আমাকে কোনো কিছু করা ছাড়াই আমার সেই দুনিয়া একজন মানুষ সত্যিকার অর্থে বুঝতে পেরেছেন। বিজয় এমন একজন ব্যক্তি, আমি যার যত্ন করি, সে আমার সুখের ঠিকানা।’