দেলদুয়ারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

Spread the love

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেন,  উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ,  অফিসার ইনচার্জ সোহেব খান, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ খান,  উপজেলা যুবদল আহবায়ক অপু তালুকদার শিপলু, সদস্য সচিব মোঃ বাবলু চৌধুরী।

এছাড়াও শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেন দেলদুয়ার উপজেলা প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিবি ও অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সকাল সাড়ে ৯টায় উপজেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের পর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, বিআরডিবি চেয়ারম্যান অপু তালুকদার শিপলু, উপজেলা জামায়াতে ইসলামী আমির, সেক্রেটারী, লাউহাটী ইউপি চেয়ারম্যান শাহীন মোহাম্মদ খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আব্দুল আলিম প্রমূখ। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ  ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।