দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা যুবদল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
রবিবার বেলা সাড়ে ১১ টায় বিএনপি কার্যালয়ের সামনে উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলুর সভাপতিত্বে ও সদস্য সচিব বাবলু চৌধুরীর পরিচালনায় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন= উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ খান, সহ-সভাপতি মো. আজাদ মিয়া, মো. আনিছুর রহমান খান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ প্রমূখ।
মেডিকেল ক্যাম্পে ডা. আনিছ খান, আই কেয়ারের পক্ষ থেকে ১৮০ চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা প্রদান করেন। একই সাথে শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ব্যবস্থাপনা ও ওষুধ সরবরাহ করা হয়েছে।