স্টাফ রিপোর্টার ঃ টাঙ্গাইলের দেলদুয়ারে শাকিল (১৪) নামের এক স্কুল ছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার গভীর রাতে উপজেলা সদরে এ ঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। শাকিল বিশ্বাস বাথুলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। সোমবার সকালে দেলদুয়ার সৈয়দ মহব্বত আলী ডিগ্রী কলেজের প্রায় ৫শ’ গজ পশ্চিমে কৃষি জমি থেকে শাকিলের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মস্তক দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন ছিল। শাকিল দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামের মো. বুদ্দু শিকদারের ছেলে। সে ভাড়ায় অটোরিক্সা চালিয়ে পড়াশুনার খরচ যোগাতো। স্থানীয়রা জানান, রোববার রাত ১০ টার দিকে বারপাখিয়া গ্রামে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে দেখা গেছে তাকে। এরপর সে নিখোঁজ হয়। সকালে কৃষি শ্রমিকরা কাজ করতে গিয়ে তার লাশ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শরফ উদ্দিন জানান, রাতের যে কোন সময় দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করে কৃষি জমিতে লাশ ফেলে গেছে তারা। লাশ উদ্ধার করে সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দোষীদের দ্রুত আইনের আওয়তায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান এলাকাবা