যুগধারা ডেস্ক :
দেশে গত একদিনে আরো ২৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের নিয়ে দেশে এখন মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৩৬২ জন।
এ দিকে টানা পাঁচ সপ্তাহ ধরে দেশে করোনায় আক্রান্ত কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। ফলে অতিমারির শুরু থেকে এ পর্যন্ত মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতোই ২৯ হাজার ৪৪৬ জন।
সোমবার (৮ মে) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
এ দিকে গত সপ্তাহে করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার (৭ মে) পর্যন্ত এর আগের এক সপ্তাহে সারাদেশে ১০৬ জন রোগী শনাক্ত হয়েছে। তারও আগের সপ্তাহে সারাদেশে ৭৮ জন রোগী শনাক্ত হয়। অর্থাৎ এক সপ্তাহে রোগী বেড়েছে ৩৫ দশমিক ৯ শতাংশ।
তথ্যমতে, এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা বাড়ছে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ১১৩টি নমুনা পরীক্ষা করে নতুন ২৪ জন রোগী শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ২ দশমিক ১৬ শতাংশ, যা আগের দিন ছিল ২ দশমিক ০৭ শতাংশ।
এ দিকে গত ২৪ ঘণ্টায় ১০ জন করোনা রোগী সেরে উঠেছেন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হলেন ২০ লাখ ৫ হাজার ৮৩৩ জন।
জানা গেছে, নতুন শনাক্ত রোগীদের ২৩ জনই ঢাকা মহানগরের বাসিন্দা। বাকি একজন কুমিল্লা জেলার বাসিন্দা।
বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
যুগধারা ডট টিভি/অন্তু