দেশে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ৬৬

Spread the love

যুগধারা ডেস্ক :

দেশে একদিনে করোনায় একজনের মৃত্যুসহ এবং ৬৬ জন আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৪২ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৩ হাজার ২৮৮ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৬৩ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ১৩৯ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।