নেতাকর্মীদের গ্রেফতরের প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল

Spread the love

মুক্তার হাসান ঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী’সহ অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেবিস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা আতাউর রহমান জিন্নাহ, আনিছুর রহমান আনিছ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, হাদিউজ্জামান সোহেল’সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।