নৌকাকে বিজয়ী করতে সেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত

Spread the love

কালিহাতী প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন এলেঙ্গা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদ-প্রার্থী নুর-এ আলম সিদ্দিকী কে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে এলেঙ্গা পৌর সেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৫ মার্চ) বিকালে এলেঙ্গা পৌর আওয়ামী লীগ কার্যালয়ে পৌর সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বকুল তালুকদার এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলেঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী নুর-এ আলম সিদ্দিকী। 

আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন তুলা, সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান মোল্লা, কাউন্সিলর প্রার্থী ছবদের আলী, টাঙ্গাইল জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক  সোবহান তালুকদার শুভ, এলেঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রাজু আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নূর-এ আলম সিদ্দিকী বলেন, এলেঙ্গা পৌরসভার প্রতিটি গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হয়েছে। এ নৌকা বঙ্গবন্ধুর, এ নৌকা জননেত্রী শেখ হাসিনার, এ নৌকা সাধারণ গরীব-দুখী মেহনতি খেটে খাওয়া মানুষের । সবশেষে তিনি আগামী ১৬ মার্চ নৌকাকে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ।

সভা সঞ্চালনা করেন এলেঙ্গা পৌর সেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আশিকুর রহমান দোলন।

যুগধারা ডট টিভি/অন্তু দাস হৃদয়