যুগধারা ডেস্ক :
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এ ‘রাতজাগা ফুল’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন মীর সাব্বির। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে তার হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুরস্কার পাওয়ার পর শুক্রবার (১০ মার্চ) সকালে প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেতা লিখেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে ২০২১ সালে ‘রাত জাগা ফুল’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা হিসেবে রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ করলাম। দিনটি আমার কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন। কারণ ‘রাত জাগা ফুল’ এই চলচ্চিত্রের জন্য শিল্পী-কলাকুশলী যারা জড়িত ছিল সবার অক্লান্ত পরিশ্রমের ফলেই এই চলচ্চিত্র নির্মাণ করতে পেরেছিলাম। তাদের ঋণ কোনদিন শোধ করতে পারব না।
যোগ করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেয়ার সময় পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন, আরো সুন্দর সুন্দর কাজ তোমার কাছ থেকে দেখতে চাই। এই কথাটা আমার জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি চেষ্টা করব আমার পরবর্তী যেকোনো কাজ সুন্দর এবং সুচারুরূপে করার জন্য।
যেকোনো অভিনেতার স্বপ্ন থাকে তার কাজের জন্য জাতীয়ভাবে একটা স্বীকৃতির। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া চাই যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি এই জাতীয় স্বীকৃতির মর্যাদা ধরে রাখতে পারি। কারণ জনগণই হচ্ছে এই রাষ্ট্রের মালিক। -বললেন মীর সাব্বির।
দোয়া চেয়ে তিনি লিখেন, আমার কাজ যারা পছন্দ করেন, আমাকে যারা ভালোবাসেন, যাদের জন্য আমি আজ মীর সাব্বির তাদের যেন সারা জীবন আমি আরো ভালো কাজ উপহার দিয়ে যেতে পারি সেই দোয়া কামনা করছি।
মীর সাব্বির লিখেন, আমি বাংলাদেশের সবচাইতে দক্ষিণের একটি প্রত্যন্ত জেলা বরগুনায় বড় হওয়া মানুষ। এই পুরস্কারের অনেকটা জায়গাজুড়ে বরগুনার সাংস্কৃতিক অঙ্গনে অগ্রজ যারা ছিলেন যাদের কাছ থেকে আমি নানা রকমভাবে সাহায্য এবং ভালোবাসা পেয়েছি, তাদের কাছে আমার অনেক ঋণ। যা কোনদিন শোধ হবার নয়।
আফসোস করে বাবার কথা উল্লেখ করে অভিনেতা লিখেন, আমার বাবা মীর মাহবুবুল আলম আজকে বেঁচে নেই, তিনি থাকলে হয়ত অনেক খুশি হতেন। ঈদ এবং কোরবানির নামাজ ছাড়া হয়ত আরও একবার কোলাকুলি করার সুযোগ পেতাম। আফসোস সেটা আর হলো না। আমার পরিবারের সকলের কাছে আমি কৃতজ্ঞ। কারণ তারা সবাই আমাকে উৎসাহ দিয়েছেন। যে উৎসাহ না থাকলে একজন শিল্পীর জন্য সামনের দিকে এগিয়ে যাওয়া অনেক কঠিন। পুরস্কার প্রাপ্তির পর এই ‘কঠিন’ শব্দটাই বারবার মাথায় এসেছে। আর রবীন্দ্রনাথের একটি কথাই বারবার মনে পড়েছে ‘সত্য কঠিন তাই কঠিনেরে ভালোবাসিলাম’।
এ দিকে, মঞ্চে পুরস্কার নেওয়ার সময় মীর সাব্বিরের মাথায় হাত বুলিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। তিনি আমাকে বলেছেন, যে চলচ্চিত্রটি তুমি বানিয়েছো তোমার কাছ থেকে তেমন চলচ্চিত্র আরো চাই। বেশি বেশি করে ভালো নাটকও চাই।
প্রসঙ্গত, ২০২১ সালের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘রাত জাগা ফুল’। এ সিনেমার মাধ্যমে মীর সাব্বিরের পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক হয়। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘রাত জাগা ফুল’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির নিজেই।
সিনেমাটিতে মীর সাব্বির ছাড়াও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, তানিন তানহা, জান্নাতুল ফেরদৌস ঐশী, অপু, আবু হুরায়রা তানভীর প্রমুখ।
যুগধারা ডট টিভি/অন্তু