বালু খোররা ধরা ছোঁয়ার বাইরে উত্তোলনের সংবাদে অভিযান, ২ লাখ টাকা অর্থদন্ড

Spread the love

ভূঞাপুর প্রতিনিধি ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারী বালু খোররা থাকে ধরা ছোঁয়ার বাইরে। এমন সংবাদ প্রকাশের দুই একদিন পর বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে এক বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ নভেম্বর) বিকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা জাহিদুল ইসলাম ওরফে খোকার বালু ঘাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করে তামান্না রহমান জ্যোতি জানান, জাহিদুল ইসলাম খোকা ড্রেজার মেশিন ও ভেকু দিয়ে অবৈধভাবে উপজেলার যমুনা নদীর সরইপাড়া নামক এলাকা থেকে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদ ভিত্তিতে সোমবার বিকালে তার জিগাতলার বালুঘাটে অভিযান চালিয়ে ২ টাকা অর্থদন্ড করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, যুগান্তরসহ জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে অবৈধ বালু উত্তোলন নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের দুইদিন পর অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন।