বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন নেহা

Spread the love

যুগধারা ডেস্ক :

বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন। সেটি আবার মা-বাবা জেনে গিয়েছিলেন। এর প্রতিক্রিয়াও জানিয়েছিলেন মা-বাবা।

অভিনেত্রী জানান, প্রেগন্যান্সির খবর জানার পর মোটেও ভালোভাবে নেননি বাবা-মা। তার পর তাকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন তারা। এর মধ্যে মুম্বাই ফিরে বিয়ে করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেন তারা।

এ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, অভিনেত্রীর কথায়, আমি যখন বাবা-মাকে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিই, তখন আমাকে তারা ৭২ ঘণ্টা সময় দেন। তার মধ্যে বিয়ে করতে হবে। তাই আমার কাছে সময় ছিল মোটে আড়াই দিনের। এর মধ্যেই মুম্বাই ফিরে বিয়ে করতে হবে।

প্রায় চার বছর ধরে প্রেমের পর ২০১৮ সালে অঙ্গদ বেদির সঙ্গে গাঁটছড়া বাঁধেন নেহা। খানিকটা তড়িঘড়ি বিয়েটা সারেন তারা। এক রাতের মধ্যে বিয়ে করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। তখন তিন মাসের অন্তঃসত্ত্বা।

বিয়ের মাস কয়েকের মধ্যেই কন্যা মেহর ধুপিয়া বেদির জন্ম। এর বছর কয়েক বাদে দম্পতির একটি পুত্রসন্তান হয়। দুই ছেলে-মেয়েকে নিয়ে সুখী সংসার অঙ্গদ-নেহার।

যুগধারা ডটি টিভি/অন্তু